ত্রিশালের আলোচিত ভিক্ষুক আবুল মনসুর এবার স্বতন্ত্র এমপি প্রার্থী

ত্রিশালের আলোচিত ভিক্ষুক আবুল মনসুর এবার স্বতন্ত্র এমপি প্রার্থী

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসা ভিক্ষুক আবুল মনসুর ফকির এবার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ত্রিশাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ভিক্ষা করে জমানো অর্থ দিয়ে তিনি মনোনয়নপত্রের ফরম ক্রয় করেন যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আবুল মনসুর ফকির ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। বয়স ৭১ বছর। শারীরিকভাবে দুর্বল হওয়ায় তিনি বর্তমানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন বলে জানান। তিনি বলেন, মানুষের আর্থিক সহযোগিতায় আমার সংসার চলে। অনেক দিন ধরেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল। তাই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে সহযোগিতা চেয়েছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে বলেই আজ মনোনয়নপত্র জমা দিতে পেরেছি।
জনসেবার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, অতীতে ত্রিশাল থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা সাধারণ গরিব ও অসহায় মানুষের খোঁজখবর রাখেননি। জনপ্রতিনিধিরা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে ব্যর্থ হয়েছেন বলে তার ধারণা।
“আমি যদি নির্বাচিত হতে পারি, তবে আজীবন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবো এমন প্রতিশ্রুতি দেন তিনি।
ভিক্ষুক আবুল মনসুর ফকিরের স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের ঘটনায় ত্রিশালজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে ব্যতিক্রমী ও রাজনৈতিক অঙ্গনে বিরল ঘটনা হিসেবে দেখছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *