স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ জানাজায় ইমামতি করেন ঈশ্বরগঞ্জ নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান।জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন: উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন ও অ্যাডভোকেট শাহজাহান সাজু, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সম্মানিত সদস্য সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবীর বিবেকসহ আরও অনেকে।
জানাজায় ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ বলেন, ‘আমাদের ছাত্রজীবনের অনেকটা সময় কেটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে। আমরা আশা করেছিলাম, তিনি মুক্ত বাংলাদেশে আবার নেতৃত্ব দেবেন। কিন্তু মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন।’তিনি আরও বলেন, ‘আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন।
মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে আমাদের সহায়তা করেন। একই সঙ্গে ঈশ্বরগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে বিজয়ী করার আহ্বান জানাই।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।