নান্দাইলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল  ও কোরআন খতম

নান্দাইলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল  ও কোরআন খতম

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায়  মিলাদ মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।  ৩ জানুয়ারী শনিবার বিকালে নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী  সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বিএনপি মনোনীত  প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে মরহুমা  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কদ্দুস। দোয়াপূর্বক নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিযর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটনের সঞ্চালানয় মরহুম বেগম জিয়ার স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হামিদুজ্জামান আল মাদানি প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, এড. আব্দুস সালাম পৌর বিএনপি’র সদস্য সচিব সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান ভুইয়া মনির, বিএনপি নেতা ডা. সাইফুল ইসলাম সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।###

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *