ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ত্রিশাল থানা পুলিশ। মহাসড়কের গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ পয়েন্টগুলোতে টহল বাড়ানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করায় যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসছে।
পুলিশ সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এতে অপরাধীদের দ্রুত শনাক্ত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সহজ হবে। পাশাপাশি যেখানে টহল পুলিশ অবস্থান বা পার্কিং করে, সেসব স্থানে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, অন্ধকারের সুযোগ নিয়ে যাতে অপরাধীরা কোনো তৎপরতা চালাতে না পারে এবং পুলিশ সদস্যরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আলোকিত পয়েন্টগুলোতে পুলিশের টহল আগের তুলনায় আরও সক্রিয় ও দৃশ্যমান হয়েছে।
এ উদ্যোগের ফলে মহাসড়কে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।