স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই তালিকা প্রকাশ করা হয়। তথ্যে গরমিল, ঋণখেলাপী এবং প্রয়োজনীয় বিধিমালা পূরণ না করায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মতিউর রহমান, মুশফিকুর রহমান, এবি সিদ্দিক, আল ফাত্তাহ এবং আলমগীর মাহমুদ আলম।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিল এবং হলফনামায় ভুল তথ্য প্রদানের কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়। এর মধ্যে মুশফিকুর রহমানের অঙ্গীকারনামায় স্বাক্ষর ছিল না এবং এবি সিদ্দিক ঋণখেলাপী হিসেবে চিহ্নিত হয়েছেন। এই আসনে এখন বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ইসমাইল হোসেন সোহেল, আক্তারুজ্জামান বাচ্চু (বিএনপি), শামসুল আলম (গণসংহতি আন্দোলন), আল আমীন সুহান (জাতীয় পার্টি), মাহবুব মুর্শেদ (এলডিপি) এবং সাইফুস সালেহীন (সিপিবি)।
নান্দাইল- ৯ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার তালিকায় অসংগতির কারণে হাসিনা খান চৌধুরী, মামুন বিন আব্দুল মান্নান এবং পিন্টু চন্দ্র বিশ্ব শর্মার প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া ঋণখেলাপীর দায়ে এ.আর খান ও শামছুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- ইয়াসের খান চৌধুরী (বিএনপি), আনোয়ারুল ইসলাম চান (বিডিপি), লুৎফুর বারী হামীম (গণফোরাম), সাইদুর রহমান (ইসলামী আন্দোলন) এবং হাসমত মাহমুদ তারিক (জাতীয় পার্টি)।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ভূঞার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বাকি সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, ময়মনসিংহের এই চারটি আসন বাদেও জেলার অন্যান্য আসনগুলোতে শুক্রবার ও শনিবার আরও ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।