এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ

এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম ঘোষণা করেছে।
গত ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি এলপিজি ১০৮ টাকা ৮৩ পয়সায় বিক্রি হবে। একই হারে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত দাম নির্ধারণ করা হয়েছে।
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস প্রতি লিটারের দাম ৫৯ টাকা ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *