ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭টি গরু চুরি, খামারি ও জনমনে আতঙ্ক

ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭টি গরু চুরি, খামারি ও জনমনে আতঙ্ক

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় উদ্বেগজনক হারে বেড়ে চলেছে গরু চুরির ঘটনা। সর্বশেষ এক রাতেই পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে সংঘবদ্ধ চোরচক্র ৭টি গরু চুরি করে নিয়ে গেছে। এতে খামারি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, রোববার গভীর রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের নামাপাড়া এলাকার আজিজ কেরানীবাড়ির বাসিন্দা আলী নেওয়াজ হীরা মিয়ার গোয়ালঘর থেকে চোরচক্র ৩টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
একই রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডে নবী খাঁর নাতি হুমায়ুন কবিরের গোয়ালঘর থেকেও আরও ৪টি গরু চুরি হয়। এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্তরা জানান, সংঘবদ্ধ চোরচক্রটি অত্যন্ত দ্রুততার সঙ্গে ট্রাক বা পিকআপভ্যানে করে গরুগুলো নিয়ে পালিয়ে যায়। চোরেরা এতটাই সুকৌশলী ছিল যে পুলিশ কিংবা স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই তারা এলাকা ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। গরু চুরি রোধে রাতের টহল জোরদার করা হয়েছে এবং চোরচক্রকে শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে একের পর এক গরু চুরির ঘটনায় খামারি ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয়রা দ্রুত চোরচক্র শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *