নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা

নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের ঐতিহ্যবাহী “নান্দাইল প্রেসক্লাব” এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ” গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ জানুয়ারি বুধবার বিকালে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভা পূর্ব একটি বর্ণাঢ্য র‌্যালী প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অদম্য নারী পুরস্কার প্রাপ্ত, কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম, বিশেষ অতিথি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল আমিন, বিশেষ অতিথি প্রাণী সম্পদ অধিদপ্তেরের অবসরপ্রাপ্ত মহা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক রবিউল আলম ফরাজি, জমিদাতা সদস্য ও প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাংবাদিক শফিউল আলম জুয়েল প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় প্রদানের মাধ্যমে শুভেচ্ছা ও স্বাগতম জানান নান্দাইল প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটি সহ সকল সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্র প্রেসক্লাবের ৪৪ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে স্বাগতম জানিয়ে প্রেসক্লাবের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। আলোচনা সভা শেষে কেক কাটাসহ সকল কলম সৈনিকসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *