বাংলাদেশ পীর আওলিয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরে-প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলাদেশ পীর আওলিয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরে-প্রধান উপদেষ্টার প্রেস সচিব

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন,বাংলাদেশ পীর আওলিয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই দেশ সব ধর্ম-বর্ণে মানুষের দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। মাজারে নিরাপত্তাও তারা জোরদার করছে। মানুষও সচেতন হচ্ছে।

ময়মনসিংহ নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার ও হামলার শিকার হওয়া নগরীর থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ’র (রহ) মাজার পরিদর্শন করেন।পরিদর্শন শেষে প্রেস সচিব এসব কথা বলেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নগরীর শিব বাড়ি মন্দির পরিদর্শন শেষে শফিকুল আলম তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। এখনো ভালো নির্বাচনী পরিবেশ বজায়ে আছে। দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান আছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি যে যাতে বলা যাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
এ সময় আসন্ন নির্বাচনে গণভোট এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি বলেন, আমরা চাই সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবো। বাংলাদেশে আর যাতে ফ্যাসিস্ট তৈরি না হয়। বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুন্ন থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর না দেখতে না হয়।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু জন্য জাতীয় শোক প্রকাশ করা হয়েছে। এ কারণে অনেকে শোক বইয়ে সাইন করে এসেছে, এটা দেখে দুই একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।

পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *