গ্রাম গঞ্জে ধানের শীষের পক্ষে গণ জাগরণ সৃষ্টি হয়েছে ঃ প্রিন্স

গ্রাম গঞ্জে ধানের শীষের পক্ষে গণ জাগরণ সৃষ্টি হয়েছে ঃ প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ণের ডুমঘাটা গ্রামে আয়োজিত এক মহিলা সংগঠকদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ গ্রাম গঞ্জে ধানের শীষের পক্ষে গণ জাগরণ সৃষ্টি হচ্ছে । এই গণ জাগরন দেখে কিছু দলের গাত্র দাহ শুরু হয়েছে । এজন্য তারা বিএনপি চেয়ারম্যন তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকার সাংগঠনিক ও অন্যান্য এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং জাতীয় নেতাসহ গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মতো ধর্মীয় কর্মসুচীর বিরুদ্ধে অভিযোগ করতেও দ্বিধা করেন নাই ।”
সমাবেশে তিনি আরও বলেন , বিএনপি নারীর শিক্ষা, ক্ষমতায়ন, মর্যাদা, নিরাপত্তা, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিএনপি একটি নারী-বান্ধব রাজনৈতিক দল।”
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়ন, অগ্রগতি ও স্বাবলম্বী করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যখনই ভোটের সুযোগ পেয়েছে, তখনই নারীরা বিএনপিকে বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবারও ইনশাআল্লাহ নারীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেবেন।”—বলেন তিনি।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি পরিবারের গৃহকর্ত্রীর নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হবে, নারীদের স্বাবলম্বী করতে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি করা হবে । নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত এবং নারী নির্যাতন ও যৌতুক বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে । এইচ এস সি পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা ও উপবৃত্তি প্রচলনে বেগম খালেদা জিয়া উদ্যোগ নিয়েছিলেন । তাঁর ইচ্ছা ছিল, ডিগ্রী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা তিনি চালু করবেন । ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়ণ করা হবে ।”
তিনি বলেন ,”প্রান্তিক কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে একটি ফসলের উৎপাদন খরচ দেওয়া হবে। প্রতি ইউনিয়নে সরকারি ধান ক্রয় কেন্দ্র স্থাপন, শস্য-মৎস্য-পোল্ট্রি বীমা চালু, বিনামূল্যে চিকিৎসা ও অসচ্ছল রোগীদের জন্য ৫০ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে।”
তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
পরে একই দিন সকালে এমরান সালেহ প্রিন্স ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মান্দালিয়া, পশ্চিম শালকোনা, দক্ষিণ বাঘবেড়, আনন্দ বাজার, খামার পাশা চৌরাস্তা, মিলন বাজার ও চাড়িয়া বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ জনগণ, ব্যবসায়ী, স্থানীয় নেতা-কর্মীদের সাথে সরাসরি কথা বলেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশার কথা শোনেন।
মতবিনিময়কালে তিনি বলেন, “বিএনপি জনগণের দল। মাঠে-ময়দানে থেকে মানুষের কথা শোনা ও সেই অনুযায়ী রাজনীতি করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠান ও গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক ,যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা খলিলুর রহমান, তাজুল ইসলাম, আব্দুস শহীদ, এডভোকেট জুবায়ের সোহাগসহ নারী নেত্রী পুষ্প রানী, তাহমিনা আক্তার, নাজমা আক্তার, সহুরা খাতুন, কল্পনা আখতার, লিলি আখতার প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *