ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি ফিসারি থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মঠবাড়ি উত্তরপাড়া গ্রামের আরিফ বিল্লাহ ভূঁইয়ার এগ্রোটেক ফিস ফার্মের ফিসারিতে মাছ ধরার সময় হঠাৎ পানিতে ভাসমান অবস্থায় উদয় শীল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ দেখতে পান ফিসারির জেলেরা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন।
সংবাদ পেয়ে ত্রিশাল থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত উদয় শীল উপজেলার চিকনা মনোহর গ্রামের বাসিন্দা এবং বিজয় শীলের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।