ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ করায় যুবদল নেতাকে হাতুড়ি পেটা

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ করায় যুবদল নেতাকে হাতুড়ি পেটা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ করার সময় জাহিদ হাসান মুকুট (৩০) নামে এক যুবদল নেতাকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার হাত পা ভাঙার অভিযোগ করেছেন স্বজনরা। বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা ঘোষনার পর মিষ্টি বিতরনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আহত জাহিদ হাসান মুকুট গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা যুবদলের সভাপতি প্রার্থী।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলার পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সর্মথক ও পাগলা থানা কৃষক দলের সাবেক আহবায়ক আসাদুজ্জামান সুজন মেম্বারের নেতৃত্বে যুবদল নেতা মুকুটকে হাতুড়ি পেটা করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নির্বাচন কমিশনে আপীলে ময়মনসিংহ-১০ গফরগাঁও বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষনার পর তার সর্মথকরা উপজেলার বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরন করছিল। জাহিদ হাসান মুকুটের নেতৃত্বে মুশফিকুর রহমানের একদল সর্মথক বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ের আশেপাশের এলাকায় মিষ্টি বিতরণের সময় সুজন মেম্বারের নেতৃত্বে একদল সশস্ত্র লোক হামলা চালায়। এসময় বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকরা হাতুড়িপেটা করে যুবদল নেতা জাহিদ হাসান মুকুটের বাম পা ও বাম হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এবিষয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নাম্বারে একাধিবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনায়েতুর রহমান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *