ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় সকাল ৭ টা ৫০ মিনিটে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাত ১০ টায় নিহত ৩ জনের নামাজে জানাযা শেষে তাদের পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২) ও তার ছেলে হিসান উদ্দিন রাহাব (১৭) এবং ভাতিজি রোদেলা (১৪)। নিহত রোদেলা হারিছ উদ্দিনের ছোটভাই শহীদুল ইসলামের মেয়ে।
নিহতের স্বজনরা জানায়, হারিছ উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করে আসছিলেন। ব্যবসার সুবাদে হারিছ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁরা উত্তরার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
শুক্রবার সকালে ওই বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম, তাঁর স্ত্রী শিউলী আক্তার এবং তাঁদের চার বছর বয়সী ছেলে উমর উদ্দিন গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। অনেকেই নিহতদের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়ছেন। গতকাল রাত ১০ টায় জানাজা শেষে বাবা-ছেলেসহ ৩ জনকে পাশাপাশি কবরে দাফন করা হয়।
নিহতের চাচা নজরুল ইসলাম বলেন, হারিছ উদ্দিন খুব ভালো ছেলে ছিলেন। এমন মর্মান্তিক মৃত্যু কল্পনাও করতে পারিনি। বাবা–ছেলেসহ একসঙ্গে ৩ জন মারা যাওয়ায় পরিবারটির অপুরণীয় ক্ষতি হয়ে গেল।