বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পৌর মেয়র রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার আসামি হওয়ায় এবং জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ জানান, কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ ও তার স্বাক্ষরিত বহিষ্কারাদেশ জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।