নারী নির্যাতন, ধর্ষণসহ দ্রব্যমুল্যে উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও গণ মিছিল

নারী নির্যাতন, ধর্ষণসহ দ্রব্যমুল্যে উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও গণ মিছিল

BMTV Desk No Comments

 

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ : সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতা এবং আইন শৃঙ্খলা চরম অবনতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যিনা ও ব্যভিচার বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার আয়োজনে ময়মনসিংহের ঐতিহাসিক বড় মসজিদ চত্ত্বরে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী উত্তর জেলা সভাপতি মুফতি গোলাম মাওলা ভূইয়া’র সভাপতিত্বে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী জেলা দক্ষিণ এর সভাপতি মুফতি মাওলানা মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী মহানগরের সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ, অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মাওলানা জাকির হোসন, মাওলানা মামুনুর রশিদ, মুফতি ইয়াকুব সাঈদ, মাওলানা মাসুদল হক প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে বড় মসজিদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য গণ মিছিল বের হয়। গণ মিছিলটি রেলস্টেশন, গাঙ্গিনাপাড় মোড় হয়ে নতুন বাজার ট্রাফিক চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরপর দ্বীন দুনিয়া এবং সকলের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী উত্তর জেলা সভাপতি মুফতি গোলাম মাওলা ভূইয়া।