ময়মনসিংহে জেএমবি সদস্য গ্রেফতার

image

You must need to login..!

Description

 

বিএমটিভি নিউহ ডেস্কঃ
র‌্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বিন্নাকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী বই, লিফলেট ও ০১টি মোবাইলসহ ০১জন নিষিদ্ধ ঘোষিত জেএমবি (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) এর সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪, ময়মনসিংহ সিনিঃ এএসপি মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর জানতে পারে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বিন্নাকুড়ি এলাকার জনৈক মোঃ শহীদুল ইসলাম @শহীদুল্লাহ মাস্টার এর ঘরের ভেতরে কতিপয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্য একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল ৩১ অক্টোবর রাত সাড়ে ১১টায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামী মোঃ শহীদুল ইসলাম (৪৮) @ শহীদুল্লাহ মাস্টার, পিতা- আলহাজ্ব নাজিম উদ্দিন, সাং-বিন্নাকুড়ি, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদীবই, লিফলেট ও ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন উগ্রবাদী বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্ভূদ্ধ হয় ও জেএমবি এর সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। উল্লেখিত আসামী নিজেকে জেএমবি এর সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়।
উপরোক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগা

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার