ময়মনসিংহ আজ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবস পালিত

image

You must need to login..!

Description

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ, আজ শনিবার ফিরোজ-জাহাঙ্গীর দিবস পালিত হয়েছে। ১৯৯০ সালের ২৮ নভেম্বর এই দিনে স্বৈরাচারী এরশাদকে উৎখাতের আন্দোলনে ময়মনসিংহের রাজপথে পুলিশের গুলিতে দুই বীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার সরকার এরশাদের পতন ঘটিয়েছিল। তারা হলেন জাহাঙ্গীর আলম ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। আর ফিরোজ ছিল নাসিরাবাদ কলেজের ছাত্র বিপ্লবী ছাত্র সংঘের ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।
এ উপলক্ষে আজ শনিবার সকালে ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তৎকালীন নেতৃত্ব দানকারী ছাত্র নেতারা ও শহীদ পরিবারের সদস্যরা গাঙ্গিনাপাড় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ ফিরোজের একমাত্র ছেলে ফয়সাল ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ পাঠান, জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, এড, এমদাদুল হক মিল্লাত, নুরুল আমীন কালাম, সাংবাদিক প্রদীপ ভৌমিক, নজরুল ইসলাম চুন্নু, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু এবি সিদ্দিক আবু সাঈদ ইসলাম, রতন সরকার প্রমূখ অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট আব্দুল মোতালেব লাল। নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার