:বিএমটিভি নিউজঃ পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদ এবং পুনর্বহালের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক এর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল ইয়াসিন মার্কেট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ১ নং গেইটে এসে শেষ হয়। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলাসহ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটনার মধ্য দিয়ে বর্তমান সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ। কিন্তু শত চেষ্টা করলেও বাংলাদেশের জনগণের হৃদয় থেকে জিয়ার নাম মুছে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবী জানান নেতৃবৃন্দ।