বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

BMTV Desk No Comments

 

বিএটিভি নিউজ ডেস্কঃ জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার উস্কানীদাতা মামুনুল হকের গ্রেফতার ও কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা যুবলীগ।

রোববার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিােভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে ত্রিশাল বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিক্ষুদ্ধ যুবলীগ নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আধঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধের পর ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।

পরে বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক জিয়াউল হক সবুজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফুয়াদ হাসান নিউটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান মন্ডল, দপ্তর সম্পাদক উজ্জল মন্ডল প্রমূখ।