বঙ্গবন্ধুর অবমাননাকে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারিরা প্রতিরোধ ও প্রতিহত করবে-বিভাগীয় কমিশনার

বঙ্গবন্ধুর অবমাননাকে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারিরা প্রতিরোধ ও প্রতিহত করবে-বিভাগীয় কমিশনার

BMTV Desk No Comments

নিজস্ব প্রতিবেদক : বিএমটিভি নিউজঃ
মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকে প্রজতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিরা প্রতিরোধ ও প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। তিনি বলেন সাংবিধানিকভাবে তাদের সন্মান করতে হবে। যারা সন্মান করবে না তারা এদেশকে স্বাধীনতায় বিশ্বাস করে এবং ধর্মান্ধ অপশক্তি।

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের আবমাননার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের সমাবেশে এসব কথা বলেন। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিষ্টার মোঃ হারুন অর রশিদ বলেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হাত দিবে তাদের হাত গুড়িয়ে দেয়া হবে এবং আইনের আওতায় আনা হবে।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা করায় ধিক্কার ও ঘৃণা জানিয়ে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেন আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। বিচার বিভাগ দেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধুর চেতনাকে ধারন ও লালন করে। এসবের সন্মাণ অক্ষুন্ন রাখতে বিচার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসানের সভাপেিতত্ব এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এএইচএম লোকমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল, পিডিবি’র প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক তাহমিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক অধ্যাপক আজাহরুল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন এবিমে মসিউল আলম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মতিউজ্জামান প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা অংশ গ্রহন করেন। এতে হলরুম ভর্তি হয়ে আশপাশের জায়গাতেও অবস্থান নেন আগত কর্মকর্তা-কর্মচারিরা।

LATEST POSTS