You must need to login..!
Description
মতিউল আলম
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি জননন্দিত নেতা ইকরামুল হক টিটুকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে বলে গতকাল বাকৃবি রেজিষ্ট্রার মোঃ সাইফুল ইসলাম গতকাল নিশ্চিত করেছেন।
আইন অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ কর্তৃক মনোনীত অন্যান্য সিন্ডিকেটের অনান্য সদস্যগণ হলেন- বাকৃবি কৃষি ও প্রকৌশল অনুষদের ডীন, মৎস্য বিজ্ঞান অনুষদের ডীন, পরিকল্পণা কমিশনের সিনিয়র সচিব ড. এম শামসুল আলম, প্রফেসর ইমিরাটস ও সাবেক বাকৃবি উপাচার্য ড. এম এ সাত্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, এসিআই এগ্রি বিজনেসের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ড. এফ.এইচ আনসারি।
শিক্ষা মন্ত্রণালয়ে সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির অনুমোদন লাভ করে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সিন্ডিকেট সদস্য মনোনিত হওয়ায় ফুলের শুভেচ্ছা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিগণ। আজ বেলা ১১টা ৩০ মিনিটে সিটি মেয়রের দপ্তর কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় মেয়র,কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে আরো বলেন, সিটি কর্পোরেশন মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। সেক্ষেত্রে আপনারা অত্যন্ত আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। করোনাকালীন সময়ে সকলের কাজের গুরুত্ব প্রদান করে মেয়র বলেন, করোনা কালীন আমাদের যে প্রচেষ্টা তা অনেকাংশেই সফল হয়েছে আপনাদের কারনে। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আমাদেরও ঘুরে দাঁড়াতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন স্তরে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এবং সর্বশেষ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটি শুধু বাংলাদেশ নয় বিশ্বে সুপরিচিত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এটি আমার এবং সকলের জন্য একটি ভালো সুযোগ।
তিনি আরো বলেন, এখন আগস্ট মাস। এ মাসে জাতির পিতাকে আমারা হারিয়েছিলাম। জাতির পিতার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি সুখি ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত করা। আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে সাজিয়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন, আমারা প্রত্যেক স্তর থেকে সেই লক্ষ্য অর্জনে যদি কাজ করে যাই অচিরেই বাংলাদেশকে একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশে পরিনত করা সম্ভব হবে।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, সচিব রাজীব কুমার সরকার, সদ্যযোগদানকৃত প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসিম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার মোঃ রেদাউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী আজহারুল হক, সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, খাদ্য ও স্যানিটেশন বিষয়ক কর্মকর্তা দীপক কুমার মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।