জামালপুরে বিএডিসির ৪শ বস্তা চোরাই টিএসপি ও পটাশ সার উদ্ধার

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্ক ঃ জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল হক এর গুদাম থেকে বিএডিসির ৪শ বস্তা চোরাই টিএসপি ও পটাশ সার উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলা নতুন টুপকারচর এলাকা থেকে সারগুলো উদ্ধার করা হয়।শহিদুল হক একই এলাকার আবুল মিয়ার ছেলে ও জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। পুলিশ চোরাই সার বহনকারী ট্রাকটিও আটক করে।

পুলিশ সূত্রে জানাযায়, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিএডিসির গুদাম থেকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রতন ট্রের্ডাসের মালিক সুরুজ্জামান সরকার নির্ধারিত মূল্যে ৪শ বস্তা টিএসপি ও পটাশ সার ক্রয় করেন। সারগুলো মেলান্দহ থেকে একটি ভাড়া করা ট্রাকে (ঢাকা-মেট্রো-২২-৭৮৬৫) করে রৌমারী পাঠানো হয়।

সারগুলো ট্রাকচালক বাবুল মিয়া রৌমারী না গিয়ে সারগুলো বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের আবুল মিয়ার ছেলে শহিদুল হক এর কাছে বিক্রি করে দেন। শহিদুল হক ৫ লাখ টাকা মূল্যের ট্রাকভর্তি সার মাত্র ৪০ হাজার টাকায় কিনে নেন।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নতুন টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ শহিদুল হক এর গুদাম ঘর থেকে সারগুলো উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়। ট্রাকচালক বাবুল মিয়া পুলিশের নজরদারিতে রয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, সার ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ট্রাক চালকসহ ৩/৪ জন পুলিশের নজরদারিত্বে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার