আগামী ২৩ জানুয়ারি ময়মনসিংহে ভূমিহীন ও গৃহহীন ১,৩০৫টি পরিবারকে ঘর দিবেন প্রধানমন্ত্রী

আগামী ২৩ জানুয়ারি ময়মনসিংহে ভূমিহীন ও গৃহহীন ১,৩০৫টি পরিবারকে ঘর দিবেন প্রধানমন্ত্রী

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ঃ

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আগামী ২৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় ময়মনসিংহে ভূমিহীন ও গৃহহীন ১,৩০৫টি পরিবার টিনশেড দালান ঘর পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে  র্ভাচুয়াল পদ্ধতিতে  ঘরগুলো হস্তান্তর করবেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরো জানান ময়মনসিংহ জেলার  ১৩টি উপজেলার মোটঃ ১৪৪ টি স্পটে ১৩০৫ টি ঘরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। জেলার ভূমিহীন “ক” শ্রেনীর লোকজন এসব ঘরের বরাদ্দ পাবে। ২ শতাংশ জমির উপর নির্মিত প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক একে এম গালিব হাসান খান,  এডিসি (রাজস্ব) সমর কান্তি বসাক, এডিসি সার্বিক জাহাঙ্গীর আলম প্রমুখ ।