ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম আর নেই

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম আর নেই

January 22, 2021 254 Views

বিএমটিভি নিউজ ডেস্ক ঃ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম (৫৮) হ্রদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না—– রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার বুকে ব্যথা হলে রাত ১১টায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর দুইটায় তিনি মারা যান।

মৃত্যুকালে স্ত্রী ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার, শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সাবেক মেয়র হাবিবুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শুক্রবার বেলা তিনটায় মরদেহ ঈশ্বরগঞ্জ পৌঁছলে আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সাম্প্রতিক