স্টাফ রিপোর্টার বিএমটিভি নিউজ ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে। আজ রবিবার (৭ মার্চ) সকালে নগরীর পাটগুদাম জয়বাংলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ইকরামুল হক টিটু, কাউন্সিলর ও কর্মকর্তাগণ।
এদিকে স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান।
এছাড়াও পুলিশ লাইন্সে স্থাপিত চেতনায় অম্লাানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।