হেযবুত তওহীদ এর দুই সদস্য হত্যার বিচার দাবীতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন

হেযবুত তওহীদ এর দুই সদস্য হত্যার বিচার দাবীতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার : ২০১৬ সনের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে মিথ্যা গুজব রটিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে হেযবুত তওহীদের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়িঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবিতে এবং হেযবুত তওহীদের বিভিন্ন কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক ও শিক্ষামূলক উন্নয়ন প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। এতে মূল বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মো: রহমত উল্লাহ (রানা)।
সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের এমামের বাড়িতে হামলার সাথে জড়িত সকল হামলাকারীর দৃষ্টান্তনীয় বিচার নিশ্চিত করা, বর্তমানে যারা হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল বিতরণ করছে তাদেরকে আইনের আওতায় আনাসহ মোট ১১ দফা দাবি উত্থাপন করা হয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো: এনামুল হক বাপ্পা। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজিব মিয়া, রাজনৈতিক সম্পাদক মিলন মিয়া, জেলা সদস্য মোঃ মাসুদ বেপারী প্রমূখ।