ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরন

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরন

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার বিএমটিভি নিউজ ঃ করোনায় সমসাময়ীক লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াসে এই রমজানে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অন্যতম কর্মী এম,এইচ, আপন এর সার্বিক সহযোগিতায় সাহরি বিতরন কর্মসূচী চলছে। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এই কর্মসুচীর অংশ হিসেবে শনিবার রাতে শহরের নতুন বাজার, মেছুয়া বাজার, স্টেশন মোড়,,ব্রিজ মোড় ,চড়পাড়া হসপিটাল ও শহরের অন্যান্য জায়গায় এ সাহরি  বিতরণ  করা হয়েছে। খাবারের হোটেল ও দোকান বন্ধ থাকায় হতাশাগ্রস্থ ছিন্নমুল মানুষগুলো সাহরি খাবার পেয়ে খুশীতে আত্মহারা । ছাত্রলীগের অন্যতম কর্মী এম ,এইচ, আপন জানান, এই সাহরি বিতরণ কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
সাহরি বিতরণকালে আরো উপস্থিত ছিলেন তরুণ ছাত্রকর্মীদের মধ্যে আরিফ, রায়হান, রাফিন, নিলয়, আসিফ, শাকিল, রকিবুল লারা,পারভেজ, জিসান, রনি, অনিক, আলামিন, কাদের মেহেদি, হুজাইফা, চমক, ইয়াছিন, সজিব প্রমুখ।