ময়মনসিংহে হেফাজতে ইসলামের নেতা মাওলানা সাদী ও হাফেজ মঞ্জুরুল গ্রেফতার

ময়মনসিংহে হেফাজতে ইসলামের নেতা মাওলানা সাদী ও হাফেজ মঞ্জুরুল গ্রেফতার

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজ , হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ও ইত্তেফাকুল উলামা কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী(৬৪) ও ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক .হাফেজ মাওলানা মনজুরুল হক(৫২) কে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মসিংহ কোতোয়ালী থানার মাইজবাড়ি গ্রামের মৃত মাওলানা আরিফ রব্বানী পুত্র মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী(৬৪) কে আজ  রোববার মাইজবাড়ি মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়েছে। সে শাওতুল হেরা মাদ্রাসা সাইখুল হাদিস।

নেত্রকোণা জেলা পুর্বধলা থানার নিজ হুগলা গ্রামের মৃত-মাওলানা জহির উদ্দিন ছেলে হাফেজ মাওলানা মনজুরুল হক(৫২) কে ময়মনসিংহ নগরীর ছোট বাজার থেকে আজ  রোববার  গ্রেফতার করা হয়েছে। সে বতর্মানে ময়মনসিংহ নগরীর দুধ মহল নিউ মার্কেট মসজিদ কোয়ারাটারে বসবাস করতেন।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, তাদের বিরুদ্ধে হেফাজতের ডাকা হরতালের দিন চরপাড়া মোড়ে পুলিশ বক্স ভাংচুর মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।