করোনায় আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর ইন্তেকাল

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ  করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………. রাজিউন)।

শনিবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে উনার বয়স ছিলো ৭৬ বছর। তিনি জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসনে ৩ বার ঈশ্বরগঞ্জ আসন থেকে ১ বার এবং এমপি নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। তার পূত্র নাছের খান চৌধুরী বতৃমানে লন্ডনে অবস্থান করছেন তাই এরিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) জানাজার সময় নির্ধারিত হয়নি বলে পারিবারিক সূত্র জানায়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নিজ নামে স্কুল, কলেজ প্রতিষ্ঠা সহ অগণিত সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

উনার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য ফখরুল ইমাম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার, সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু সহ দলীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।
তার মৃত্যুতে বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার