ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের মাতার ইন্তেকাল

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরের স্টোর কীপার মো. মছিউজ্জামান মাসুদের মাতা বেগম লুৎফুন্নেছা (বয়স ৮৬ বছর) । আজ ২৬ জুলাই সোমবার ভোর ৫টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
করোনা ভাইরাসের বৈশ্বিক চরম দুঃসময়ে তার এ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ম উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, বিভিন্ন অনুষদীয় ডিনগণ, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।