You must need to login..!
Description
বিএমটিভি নিউজঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচী অংশ হিসেবে ময়ননসিংহ মহানগরীর অসহায় দুস্থ পরিবারের মাঝে রেশনিং পদ্ধতিতে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান। এ কার্যক্রম মাসব্যাপী চলবে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করেন মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ও কেন্দ্রীয় যুবলীগের আগস্ট মাসের কর্মসূচীর অংশ হিসাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারি সংক্রমণের তীব্রতা মাথায় রেখে বিতরণপূর্বক অসহায় পরিবারের তালিকা করে রেশনিং কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান করে।
খাদ্য সামগ্রী বিতরণকালে মহানগর যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান বলেন, জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়নে মহানগর যুবলীগ প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, করোনা মহামারির শুরু থেকে ময়মনসিংহ মহানগর যুবলীগ নগরীর বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবলীগের গৃহীত কর্মসূচী বাস্তবায়ন করছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।
খাদ্য সামগ্রী বিতরণকালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ সদস্য এজিএস শাহ আলমগীর জয়, রাজীব খান, মহানগর যুবলীগ নেতা শামীম আহমেদ, পারভেজ, জাহিদুল ইসলাম জসিম, প্রমুখ।