বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের শপথ নেওয়াই তাকে শ্রদ্ধার সর্বোত্তম পন্থা- মেয়র টিটু

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজ ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের শপথ নেওয়াই তাকে শ্রদ্ধার সর্বোত্তম পন্থা হিসেবে মনে করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
তিনি বলেছেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বাঙালিকে একটি উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ১৯৭৫ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবসহ বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মাধ্যমে পাকিস্তানের এদেশীয় দোসররা দেশের উন্নয়ন অগ্রযাত্রকে থমকে দেওয়ার চেষ্টা করেছিলো। আজ জাতির পিতার সুযোগ্য কণ্যা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট সকাল ০৮ সার্কিট হাউজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর একথা বলেন মসিক মেয়র।

মেয়র জাতির পিতাসহ যাঁরা এই দিনে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। মেয়র প্রত্যাশা রেখে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা সফল হোক, এবং বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্ত হয়ে আমরা আবার যেন শান্তিপূর্ণ স্বাভাবিক জীবন যেন ফিরে পাই।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেনপ্যানেল মেয়র ০১ মোঃআসিফ হোসেনডন, প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার সহঅন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের সচিব রাজীব সরকার, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃআরিফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধরসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ ।এরপর সকাল ০৯টায় সিটি কর্পোরেশন চত্বরে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত গণভোজ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র। উল্লেখ্য, গণভোজ কার্যক্রমের আওতায় আজ নগরীর বিভিন্ন পয়েন্টে ৫০০ দরিদ্র অসহায় মানুষকে খাদ্য বিতরণ করা হবে। এছাড়া মেয়র টিটু রবিবার বিভিন্ন সরকারিএবং বাংলাদেশ আওয়ামীলীগ ও তার বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন।

এদিকে রোববার বেলা ১১টায় নগরীর নতুন বাজার মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর ছাত্রলীগ আয়োজিত দরিদ্রদের মাঝে ভোজের উদ্বোধনকালে মসিক মেয়র এসব কথা বলেন।

এ সময় বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর এবং জাতির পিতার হত্যাকাণ্ডে নেপথ্যে যারা কাজ করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার জোরালো দাবিও জানান মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাফসীর আলম রাহাত, শাহীন আলম, মিয়া মো. নাহিদ মজলিস, মজিদুর রহমান আকাশ, মাজহারুল ইসলাম মবিন, তানজিন করিম হৃদয় ও ফাহিম ফেরদৌস ফুয়াদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, শোক দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে মহানগর ছাত্রলীগ।

এদিকে, শোক দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে মহানগর ছাত্রলীগ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার