You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ইতিহাস থেকে ছাত্রলীগকে শিক্ষা নেয়ার আহবান জানিয়েছেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী মো: শরীফ আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১৯৫২ সালে রাজপথে সালাম-রফিক-বরকত নিজের বুকের তাজা রক্ত দিয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফার আন্দোলন, শিক্ষা কমিশন বিরোধী আনোদালন, ৬৯ গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। তাঁরা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছে। আজকে যারা ছাত্রলীগের নেতৃত্বে এসেছ, তাদেরকে ওইসব ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আচরণ এবং কর্মকান্ডে হতে হবে আদর্শিক ছাত্রলীগ।
রবিবার (১৫ আগষ্ট) বিকালে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নবগঠিত জেলা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদকের হুমায়ন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটিকর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমূখ। সভায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আফজাল, সুজন মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গাফফারসহ নবগঠিত জেলা ছাত্রলীগের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করেন নবগঠিত ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুপুরে স্বেচ্ছায় রক্তদান ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করে তারা।