মমেকে জীবন রক্ষাকারী ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৫০০ পালস অক্সিমিটার প্রদান করলেন শরীফ আহমেদ

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জীবন রক্ষাকারী ৫০টি অক্সিজেন কনসেট্রেট ও ৫০০ পালস অক্সিমিটার প্রদান করলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ।

মহামারি কোভিড-১৯ মোকাবেলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের জন্য এই মূহুর্তে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অক্সিজেন। হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ করেও রোগীদের চাহিদা মিটাতে পারছে না। মমেক হাসপাতালের অক্সিজেন সংকটকালীন এর ঘাটতি পূরণে মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি।

সেমাবার ১৬ আগষ্ট দুপুরে টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি জীবন রক্ষাকারী অক্সিজেন উৎপাদনকারী মেশিন ৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৫০০টি পালস অক্সিমিটার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ ফজলুল কবীরের হাতে তুলে দেন।
এসময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন সকারের নির্দেশানা মেনে সকলে মিলে এই মহামারি করোনা ভাইরাসের মোকাবেলা করতে হবে।এসময় নব-গঠিত ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন সাধারন মানুষকে জনসচেতনতায় পূর্বে ন্যায় বর্তমানেও কাজ করে যেতে হবে ছাত্রলীগকে।

মমেক হাসপাতালের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম), ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, ময়মনসিংহের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও উপ-পরিচালক স্থানীয় সরকার একেএম গালিব খান, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল,ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কে. এম. কামরুজ্জামান, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু ও ছাত্রলীগের সভাপতি মোঃ আল-আমিন, সহ-সভাপতি আফজাল,সহ-সভাপতি মাহফুজুল আলম ফাহাদ, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান সবুজ,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গাফফারসহ নবগঠিত জেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার