২১ আগস্ট হামলার সাথে জড়িত সকলের ফাসিঁ চাই মহানগর ছাত্রলীগ

image

You must need to login..!

Description

শফিকুল ইসলামঃ২১ আগস্ট হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে ফাসিঁ ঝুলানোর দাবী জানাই ময়মনসিংহ মহানগর ছাত্রলীগে নব-গঠিত নেত্ববৃন্দ । এই সময় ছাত্রলীগের নেতার বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সুত্রে গাঁথা। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে ঘাতকেরা এ দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। শনিবার বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে নৃশংস গ্রেনেড হামলা নিহত সকল শহীদদের স্মরণে আলোচসা সভা ও দোয়া মাহফিলে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ এসব কথা বলেন।
এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামীলগের সভাপতি আলহাজ্ব মোঃ এহতেশামুল আলম বলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন তাদেকে বিচারের আওতায় আনতে হবে ।তিনিঁ বলেন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদেরও বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার মূল মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মুখোশ আগামী প্রজন্মের সামনে উন্মোচন করতে হবে। অনুষ্ঠানে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের সমবেদনা জানিয়ে চক্রান্তকারীদের বিষয়ে ছাত্রলীগকে সতর্ক থাকার আহবান জানান।

উক্ত অনুেষ্ঠানের সভাপতিত্ত্ব করেন মহানগর ছাত্রলীগ নব-গঠিত কমিটির আহবায়ক নওশেল আহমেদ অনি ও সঞ্চালনা করেন মহানগর ছাত্রলীগ নব-গঠিত সিনিয়র যুগ্ম-আহবায়ক তাফসির আলম রাহাতের এসময় মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপাস্থিত ছিলেন ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার