You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ পরিবহন সেক্টরের শ্রমিক নেতা রাকিবুল ইসলাম শাহীনকে আহবায়ক করে ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ^ বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ময়মনসিংহ জেলার মেধাবী শ্রমিক নেতা রাকিবুল ইসলাম শাহীন গত ৩ বছর যাবৎ নিষ্ঠা ও সততার সাথে জেলার শ্রমিক নেতাকর্মীদের সুসংগঠিত করার মহতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ কে এম আজম খসরু স্বাক্ষরিত এক পত্রে ময়মনসিংহ জেলা শ্রমিক লীগের ১১ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয়। বর্তমান ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের কমিটির আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, যুগ্ন আহবায়ক জামাল আহমেদ, সর্ব সদস্য মো: জাকারিয়া, বাবু প্রদীপ কুমার রায়, ছানোয়ার হোসেন চানু, নীহারিকা পারভীন ইভা, আজিজুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ নাদিম হোসেন, আশীষ চন্দ্র সরকার, মো: মাসুদ রানা, ইমরান হাসান পল্লব। জাতীয় শ্রমিকলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর সাথে পরামর্শক্রমে জাতীয় শ্রমিকলীগের গঠনতন্ত্রের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১ বছরের মধ্যে জেলার আওতাধীন থানা/ ইউনিয়ন এর সম্মেলন করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করে সর্বশেষ সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলার পুর্নাঙ্গ কমিটি করা হবে এই মর্মে জেলার কমিটি অনুমোদন দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, ময়মনসিংহ জেলায় জাতীয় শ্রমিক লীগের কোন কমিটি নেই বিধায় ময়মনসিংহ জেলা কমিটি দেওয়া সংগঠনের স্বার্থে অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। বঙ্গবন্ধুর আদর্শের উপর অবিচল আস্তা রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “শ্রমবান্ধব সরকার” এর একনিষ্ঠ কর্মী হিসাবে আন্তরিকতা, নিষ্ঠা, সততা ও সাহসের সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যাক্ত করা হয়। শ্রমিকনেতা রাকিবুল ইসলাম শাহীন ১৯৮৭ সাল থেকে ময়মনসিংহে আওয়ামীলীগের রাজনীতির সাথে উৎপোত ভাবে জড়িত রয়েছেন। তিনি যুবলীগের নেতা হিসাবেও রাজনীতির মাঠে লড়াই সংগ্রামে অগ্রনী ভুমিকায় ছিলেন।
নবগঠিত জেলা শ্রমিকলীগের আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন বিএমটিভি নিউজকে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। তিনি আহবায়ক কমিটি সকল সদস্যসহ উপজেলা পর্যায়ে শ্রমিক নেতবৃন্দকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই সংগঠনটিকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবো ইনশাল্লাহ।