You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়নসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত । শনিবার (২ অক্টোবর) দুপুরে সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মরহুম এ কে এম মোশারফ হোসেন সাহেবের বাংলো বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক,আলহাজ্ব জাকির হোসেন বাবলু , বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি এডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান খান রতন, পরিচিতি সভায় সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাকির হোসেন বাবলু বলেন সবাইকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। জনগণকে সাথে নিয়ে এবার এমন আন্দোলন হবে, সরকার পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে। সরকারের পায়ের নীচে মাটি নাই, তাদের দুর্নীতি, দুঃশাসন, নিপীড়নে মানুষ অতিষ্ঠ। তারা আন্দোলন ও পতনের ভয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে মিমাংসিত ইস্যু ও নন ইস্যুকে ইস্যু বানানোর জন্য বিতর্ক সৃস্টি করছে। এজন্যই মন্ত্রীরা শহীদ জিয়ার লাশ, মাজার ও মুক্তিযুদ্ধে অবদান নিয়ে মিথ্যাচারের প্রতিযোগিতা শুরু করেছে। আসলে তাদের কোনো রাজনীতি নাই। শহীদ জিয়ার আদর্শে পাড়া, মহল্লায়,গ্রামে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে,তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি এডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান। সাবেক প্রধানমন্ত্রী দেশনেএী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
মুক্তাগাছা উপজেলা বিএনপি আহবায়ক মোঃ হাবিবুর রহমান খান রতন সভাপতির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বিরুদ্ধে দেয়া সাজাসমূহ বাতিল এবং দেশব্যাপী সকল নেতাকর্মীর উপর দায়েরকৃত রাজনৈতিক মিথ্যা মামলাসমূহ প্রত্যাহারে দাবি জানান।
সভায় সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মরহুম এ কে এম মোশারফ হোসেন সাহেবের এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় মুক্তাগাছা উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির সদস্য ও সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।