সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা নির্যাতনের বিচারের দাবী: ইউপি চেয়ারম্যানকে আ’লীগ থেকে বহিস্কার দাবি

image

You must need to login..!

Description

, শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিস্কার এবং বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গাজিরভিটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা মুত্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আকন্দ, গাজীরভিটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা আনসার আলী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সালেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দীপারসন। এসময় আরো কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন যুবদলের সহ-সভাপতি থেকে আওয়ামী লীগে যোগদান করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নিরীহ মানুষকে হয়রানি, নির্যাতনসহ বীর মুক্তিযোদ্ধা আনসার আলী দুলালকে দড়ি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করেছেন। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও ভূমি জবরদখলসহ বিভিন্ন অভিযোগের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করা হয়। একই সাথে আওয়ামী লীগ থেকে তাকে বহিস্কারের দাবিও জানানো হয়। ##

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার