You must need to login..!
Description
শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজঃ আসন্ন দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলবাড়ীয়া ৩টি উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে যারা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিসিয়াল ফেইস থেকে এতথ্য পাওয়া গেছে।
ধোবাউড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান, ফজলুল হক, গামারীতলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, আতাউর রহমান ওরফে বাবুল, ধোবাউড়া ইউনিয়নে সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল, পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বকুল মিয়াা, গোয়াতলা গোয়াতলা ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আলমগীর হোসেন মন্ডল, ঘোষগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শামসুল হক ও বাঘবেড় ইউনিয়নে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি।
হালুয়াঘাট উপজেলায় যারা দলীয় মনোনয়ন পেয়েছেন : হালুয়াঘাট ভুবনকুড়া ইউনিয়নে মোঃ সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নে মোহাম্মদ ছামাদুল ইসলাম, গাজিরভিটা ইউনিয়নে মােঃ আবদুল মান্নান, বিলডােরা ইউনিয়নে মোঃজাহাঙ্গীর হােসেন, শাকুয়াই ইউনিয়নে সাহেদ আলী, নড়াইল ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম, ধারা ইউনিয়নে তোফায়েল আহমদ, ধুরাইল ইউনিয়নে মোঃ ওয়ারিস উদ্দিন সুমন, আমতৈল ইউনিয়নে মোঃ আক্কাস আলী ও স্বদেশী ইউনিয়নে মোঃখোরশেদ আলী।
ফুলবাড়ীয়া উপজেলায় যারা দলীয় মনোনয়ন পেয়েছেন পুটিজান ইউনিয়নে মােঃ ময়েজ উদ্দিন তরফদার, কুশমাইলঃ মোঃশামসুল হক, , বালিমানঃ হাজেরা খাতুন, দেওখােলাঃ তাজুল ইসলাম (বাবলু), ফুলবাড়ীয়াঃ মােঃ আতাহার আলী, বাক্তা মােঃ নাজমুল হক (সােহেল), রাঙ্গামাটিয়াঃমির্জা মোঃ কামরুজ্জামান, এনায়েতপুরঃবুলবুল হোসেন, কালাদহঃ মোঃ ইমান আলী রাধাকানাইঃমােঃ গোলাম কিবরিয়া হরদার
আছিমপাটুলীঃ এস.এম সাইফুজ্জামান, ও ভবানীপুরঃ মোঃ জবান আলী সরকার।