You must need to login..!
Description
এনায়েতুর রহমান : বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে ঋণ খেলাপির কারণে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের ২ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী, বয়স কম হওয়ায় সাধারণ সদস্য পদে ২ জন ও সংরক্ষিত সদস্য পদে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল।
ঋণ খেলাপির কারণে নাওগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক, ফুলবাড়ীয়া সদর ইউনিয়নের মো. রুহুল আমিন, কালাদহ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবু তাহের রয়েছেন। সংরক্ষিত আসনের সদস্য পদে বয়স কম হওয়ায় কালাদহ ১জন ও বালিয়ান ১জন। বয়স কম হওয়ায় সাধারণ সদস্য প্রার্থী পুটিজানা ১জন ও দেওখোলা ১জন।
তবে ঋণ খেলাপিরা ঋণ পরিশোধ করলে তাদের প্রার্থীতা ফিরে পেতে পারেন। যাদের বয়স কম তারা আপিলেও প্রার্থীতা ফিরে পাবেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার।