ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্দোগে ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকাল ১১.০০ টায় টাউন হল ময়দানে জমায়েত জাতীয় পতাকা, কালো পতাকা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
শোক র‌্যালী, আলোচনা সভা কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) সকালে টাউন হল প্রাঙ্গনে মহানগর ও জেলা আওয়ামী লীগ দলীয় ও কালো পতাকা উত্তোলন করে এবং চার জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজ উদ্দীন আহমেদ, শহীদ এম. মনসুর আলী, শহীদ এ. এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
পরে সেখান থেকে একটি শোক র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কলেজ রোডস্থ স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাস্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বাস ভবনে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে প্রতিকৃতির সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এসময় যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার