সুষ্টু নির্বাচনের দাবিতে হালুয়াঘাটের চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১১নং আমতৈল ইউনিয়ন পরিষদের নির্বাচনে অফিস ভাঙচুর, ব্যানার ছিড়ে ফেলা, কর্মীদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান।

শুক্রবার (০৫ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমতৈল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুর রহমান অভিযোগ করেন প্রতীক বরাদ্দের পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী আক্কাছ আলী মাষ্টারের ছেলে সোহাগ মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী বিনা উস্কানিতে খন্ডল মসজিদ সংলগ্ন নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এসময় ৪/৫ জন কর্মীকে পিটিয়ে জখম করে ও একজনের মাথায় গুরুতর আঘাত করলে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনটি নির্বাচনী প্রচার কেন্দ্র, মাইক, চেয়ার, টেবিল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। একই সাথে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আমাকে ও আমার কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। প্রতিদিন রাত আটটার পর ২০-২৫ টি মোটরসাইকেল নিয়ে এলাকায় শোডাউন করে এবং ঘোড়া প্রতীকের নির্বাচনী ব্যানার, পোষ্টার ছেড়াসহ সমর্থকদের ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে। এমতাবস্থায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। এসময় হাবিবুর রহমান ও ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার