ফুলবাড়ীয়ায় নৌকাকে বিজয়ী করতে বিএনপি মাঠে

ফুলবাড়ীয়ায় নৌকাকে বিজয়ী করতে বিএনপি মাঠে

bmtv new No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি :বিএমটিভি নিউজঃ বিএনপি’র দলীয় প্রার্থী না থাকায় ফুলবাড়ীয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন কে বিজয়ী করতে আওয়ামী লীগ-বিএনএপি একাকার হয়ে সভা সমাবেশ করে যাচ্ছে। গত ৬নভেম্বর শনিবার জোরবাড়ীয়া ডি কাচারীর সামনে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন সরকারি ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের (অব.) শিক্ষক মো. মজিবুর রহমান। এতে অংশ নেয় নৌকা প্রতীকের প্রার্থী মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ চাঁন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রভাষক এটিএম মহসীন শামীম, উপজেলা আওয়ামীলীগের সদস্য এজিদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি লাল মাহমুদ, হাজী আবুল হোসেন, তাইজ উদ্দিন মেম্বার, সুরুজ মেম্বার প্রমুখ। বক্তারা বলেন, দল, মত নির্বিশেষে নৌকার প্রার্থী আমাদের এলাকার, তাকে বিজয়ী করতে সকলের সবাতর্ক চেষ্টা করতে হবে।