হালুয়াঘাট ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ ৫ স্বতন্ত্র ৫জন জয়ী

image

You must need to login..!

Description

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গত ১১ নভেম্বর ২য় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ৫ জন বিজয়ী হয়েছেন।

তারা হলেন, ভুবনকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এম সুরুজ মিয়া নৌকা প্রতীক নিয়ে ৬৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রমজান আলী জহির ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬১৪৩ ভোট।

জুগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ছামাদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৪৭৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৪১০৪ ভোট।

গাজিরভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান নৌকা প্রতীক নিয়ে ৭৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৪০৫৫ ভোট।
ধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ বিপ্লব নৌকা প্রতীক নিয়ে ৭৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৪৯৬ ভোট।

ধুরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ওয়ারিছ উদ্দিন সুমন নৌকা প্রতীক নিয়ে ৫৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম বাদশা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫১৭২ ভোট।

বিলডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাবজাল হোসেন খান আনারস প্রতীক নিয়ে ৩১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন মীর চশমা প্রতীকে পেয়েছেন ২৮১৭ ভোট।

শাকুয়াই ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী খান ঘোড়া প্রতীক নিয়ে ৪৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজিম উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৩৯৫৬ ভোট।

নড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মানিক আনারস প্রতীক নিয়ে ৭৪২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৬৩৪৮ ভোট।

আমতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ৪৮৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৪০৮৪ ভোট।

স্বদেশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইরাদ হোসেন সিদ্দিকী অটোরিক্সা প্রতীক নিয়ে ৪৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হাই আনারস প্রতীকে পেয়েছেন ৩১৪১ ভোট।

নির্বাচনের প্রাপ্ত ফালাফলের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিল। তিনি বলেন, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ভাবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে বিরতিহীন ভাবে সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। অত্র উপজেলায় ২য় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করেছেন ৫২ জন ।