প্রায় পৌণে ২ কোটি টাকা ব্যায়ে ২ টি সড়কের উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

প্রায় পৌণে ২ কোটি টাকা ব্যায়ে ২ টি সড়কের উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

bmtv new No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ১৩৬০ মিটার দৈর্ঘ ২ টি আরসিসি সড়কের উদ্বোধন করলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সড়ক দুটি হচ্ছে বাদেকল্পা আমরতলা মোড় থেকে উত্তর দাপুনিয়া পর্যন্ত এবং গন্ড্রপা মরহুম নূরুল ইসলাম সড়ক।
আজ বুধবার দুপুরে সড়ক ২টির উদ্বোধনকালে মেয়র বলেন, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহে নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ওয়ার্ডসমূহে নতুন নতুন সড়ক ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। দ্রুত সড়কবাতিও পৌঁছে দেয়া হবে।

মেয়র উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য নিজে থেকে জায়গা ছাড়তে হবে। শুধু নিজের চিন্তা না করে সামগ্রিক চিন্তা করতে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমেই সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
এ সময় ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ আজাহারুল হক ও জীবন কষ্ণ সরকার সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।