ময়মনসিংহে ইউপি নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ইউপি নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃইউনিয়ন পরিষদ নির্বাচন (৩য় ধাপ)  সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য আজ সোমবার ২২ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলন কক্ষে উপলক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের  বিভাগীয় কমিশনার  মোঃ শফিকুর রেজা বিশ্বাস।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিআইজি ব্যারিস্টার হারুন আর রশিদ, পুলিশ সুপার মুহাম্মদ আহমার উজ্জামান, বিজিবি প্রতিনিধি, আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা কমান্ড্যান্ট, র‍্যাব প্রতিনিধি, আঞ্চলিক নির্বাচন কর্মকতা। উপস্থিত ছিলেন সকল রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, অফিসার ইনচার্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ। নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেয়া হয়।