নগরীর কলেজ রোডে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

নগরীর কলেজ রোডে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

November 25, 2021 661 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় থেকে আনন্দমোহন কলেজ গেট পর্যন্ত আরসিসি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ৬০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য এ সড়কের দৈর্ঘ্য ৪২৭ মিটার।

উদ্বোধনকালে মেয়র বলেন, উন্নয়নকাজ করার সময় জনভোগান্তি যেন না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। আবার একইসাথে নাগরিকবৃন্দকেও সহনশীল আচরণ করতে হবে। রাস্তা নির্মাণ চলাকালীন নির্মাণকাজকে ক্ষতিগ্রস্ত করে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

এ সময় ০২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম শফিক, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিল সেলিনা আক্তার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, সহকারী প্রকৌশলী মোঃ আজাহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক