ময়মনসিংহে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ, ময়মনসিংহে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ দলটির নেতাকর্মীদের। তাদের দাবি, ছাত্রলীগ কর্মীদের হামলায় তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর কাচারিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, গত মাসে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করায় দেশের সব জেলায় আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নেয় গণ অধিকার পরিষদ। সেই আনন্দ মিছিল করার জন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শুক্রবার ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে একত্রিত হয়। সেখান থেকে মিছিল বের হয়ে গাঙ্গিনারপাড়, নতুন বাজার হয়ে জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন কাচারিঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

দলটির ময়মনসিংহ মহানগর শাখার দফতর সম্পাদক আকরামুল ইসলাম অভিযোগ করে বলেন, মিছিল শেষে তাদের আপ্যায়ন পর্ব চলার সময় বিকেল ৪টার দিকে হঠাৎ করে ৭-৮ জন ছাত্রলীগ কর্মী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় তিনিসহ অন্তত ১০ জন আহত হন।