You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে ছাত্রলীগের সংর্ঘষে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনায় চলছে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ। অবিলম্বে দোষীদের বিচার ও কলেজ ছাত্রলীগকে মহানগরের অধীনে আনার দাবি। এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তকে কেন্দ্র করে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল এবং গুলি বিনময়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শুক্রবার রাত ১১ টা ৪৩ মিনিটে আনন্দমোহন কলেজ ছাত্রলীগকে মহানগর ছাত্রলীগের ইউনিট থেকে জেলা ছাত্রলীগে অন্তর্ভূক্ত করে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি প্রেস বিজ্ঞপ্তি আপলোড করে। এখবর ছড়িয়ে পড়লে রাতেই আনন্দমোহন কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে কলেজ গেইটের সামনে প্রতিবাদ করে।
পরে শনিবার সকালে আবারও কলেজ প্রাঙ্গনে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ করলে জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী বহিরাগতদের নিয়ে আনন্দ মোহন কলেজে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ এক পর্যায়ে গুলি বিনিময় করে। এতে করে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পরে সন্ধ্যায় নগরীর টাউনহলের মোড়ে সকালে ছাত্রলীগের দু’পক্ষের সংর্ঘষের ঘটনায় ছাত্রলীগের দুইজন কর্মী আহত হওয়ার ঘটনার বিচারের দাবীতে ও অবিলম্বে আনন্দমোহন কলেজ ছাত্রলীগকে মহানগরের অধীনে দেয়ার দাবী জানিয়ে বিক্ষোভ কর্মসুচী অব্যাহত রেখেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় ৮ টার মধ্যে কলেজের হল ত্যাগ ত্যাগের নোটিশ দেয়া হয়েছে।
কলেজের একাধিক নেতৃস্থানীয় নেতারা বলেন, আহতদের ঘটনার বিচার ও কলেজ ছাত্রলীগকে মহানগরের অধীনের আওতায় না আনলে বৃহৎ কর্মসুচী পালন করা হবে।