You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ আজ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে ময়মনসিংহ জেলা মুক্ত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
পরে বণার্ঢ্য বিজয় র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, সেলিম সাজ্জাদসহ জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সন্ধ্যায় ছোটবাজার মুক্তমঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ##